পর্তুগালে প্রথম প্রাণঘাতী করোনায় দুই রোগী শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। এই ভাইরাসে আক্রান্ত অন্তত ৫৯টি দেশ। এ ভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৯১২ জন। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

এদিকে, ইউরোপের দেশ পর্তুগালে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসে আক্রান্ত দু’জন রোগী শনাক্ত করা হয়েছে। 

করোনায় সংক্রমিত দু’জনই পুরুষ। তাদের একজনের বয়স ৬০ বছর। সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন তিনি। অপরজন ৩৩ বছর বয়সী; করোনা সংক্রমিত এই ব্যক্তি স্পেনের ভ্যালেন্সিয়া থেকে ফিরেছেন।

সংবাদ সম্মেলনে টেমিডো বলেন, করোনাভাইরাসে সংক্রমিত দু’জনকে পোর্তোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৩৪ জন। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন