দক্ষিণী সিনেমার পরিচালক বোয়াপতি শ্রীনু নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ শুরু করেছেন। ভারতের হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন—নান্দামুরি বালাকৃষ্ণা ও অঞ্জলি। আরেক নারী চরিত্রের জন্য পরিচালক আরেকজন অভিনেত্রীকে নিতে চাইছেন।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে—পরিচালক বোয়াপতি শ্রীনু তামান্না ভাটিয়া ও কাজল আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তামান্না ভাটিয়া চড়া পারিশ্রমিক চেয়েছেন। যদি এ পারিশ্রমিক পান তবে বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করবেন তামান্না। কিন্তু তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে অবাক হয়েছেন প্রযোজক। অন্যদিকে কাজল আগরওয়াল এখনও এ বিষয়ে সাড়া দেননি।
বিডি প্রতিদিন/কালাম