ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলেহ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে করোনার বিস্তৃতি প্রতিরোধে দেশটির বেথেলহেম ও জেরিকো শহরে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া ২৭টি মসজিদে জুমার নামাজ আদায় না করার নির্দেশ দিয়েছে দেশটির ওয়াকফ মন্ত্রণালয়।

ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাতজনের মধ্যে চারজন বেথেলহেমের বিট জালা এলাকার একটি হোটেল থেকে করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে দেশটিতে অবস্থান করা মার্কিন নাগরিকদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র তারিফ আশুর। এছাড়া বেথেলহেমের ওই হোটেলের ২১ জন কর্মীর নমুনাও সংগ্রহ করেছেন চিকিৎসকরা।

করোনাভাইরাস পরীক্ষায় তাদের অধিকাংশের ফল নেগেটিভ এসেছে। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন সন্দেহজনক করোনায় আক্রান্ত। সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে আরো পরীক্ষার জন্য কিছু নমুনা ইসরায়েলের ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও গির্জা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া জনসমাগম এড়াতে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরের খেলা স্থগিত রেখেছে ফুটবল ফেডারেশন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে এগুলো।

সূত্র: আনাদলু এজেন্সি