চট্টগ্রামে ৫ হাজার ১২৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করল বিশ্বসাহিত্য কেন্দ্র

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত স্কুল ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচির আওতায় ২০১৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরীর ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ১২৫ জন শিক্ষার্থীকে উল্লেখযোগ্য সংখ্যক বই পড়ায় পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গ্রামীণফোনের সহযোগিতায় এবার স্বাগত পুরস্কার, শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরাপাঠক পুরস্কার, এ চার ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, উপস্থিত ছিলেন কবি আবুল মোমেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী নকী, কথা সাহিত্যিক ও গবেষক খন্দকার স্বনন শাহরিয়ার, সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, গ্রামীণফোনের সাসটেইনএবিলটি’র জেনারেল ম্যানেজার ফারজানা রহমান, সার্কেল বিজনেস হেড মোহাম্মদ শরীফ মাহমুদ খান, সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের প্রভাষক মো. আব্দুল হক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘শিক্ষার্থীদের প্রাণভরা অভিনন্দন। মুজিববর্ষে এই পুরস্কার বিতরণী একটা মাইলফলক। শুধু একাডেমিক বই নয়, সঙ্গে সাহিত্যের অন্যান্য বই পড়ার প্রতিও গুরুত্ব দিতে হবে। কারণ বই পড়লেই সম্পূর্ণ এবং আলোকিত মানুষ হওয়া যায়। বইয়ের জ্ঞান কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে।  আগামীর সুন্দর বাংলাদেশের আজকের শিক্ষার্থীদের মাধ্যমে তৈরি হবে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন