জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা হওয়ার কথা ছিল চট্টগ্রামে। কিন্তু সিলেটকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ দিতে সিরিজটি সরিয়ে নেওয়া হয়। বিসিবির দেওয়া এই কারণের বাইরে থাকতে পারে আরও একটি কারণ। এক বছরের বেশি সময় পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ দিলে দর্শক হবে বেশি। আর্থিক লাভের সুযোগ বাড়বে।

মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে একদল ভক্ত। ছবি: ইউসূফ আলী 

কিন্তু সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুরুর দুই ম্যাচে সেভাবে দর্শক টানতে পারেনি। যদিও বিসিবি সিরিজ শুরুর আগেই ঘোষণা দিয়, অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ। তারপরও ভক্তদের তা যেন বিচলিত করেনি। সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে আরও দর্শক খরা হওয়ার কথা ছিল।

‘আমরা তোমাকে মিস করবো মাশরাফ ‘। এক ভক্তের হাতে শোভা পাচ্ছে প্লাকার্ডটি। ছবি: ইউসূফ আলী

কিন্তু দেখা গেল উল্টো চিত্র। কারণ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা নিজ মুখে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার তাই সিলেটে ভরা স্টেডিয়াম। অধিনায়ককে শেষবার অভিবাদন জানাতে এসেছেন তারা। বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা মাশরাফি। নিজের ইনজুরি ঠেলে দেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা দেশের ক্রিকেট অঙ্গনে উদাহরণ হয়ে গেছে।

’বুকে মাশরাফি দীর্ঘজীবী হও’ লিখে এনেছেন একদল ভক্ত। ছবি: ইউসূফ আলী

তার জন্য ভক্তদের কম পাগলামি দেখা যায়নি। দেশের হয়ে যেখানেই খেলেছেন মাশরাফিকে ভক্তরা দিয়েছেন সমর্থন। নানান সাজে উপস্থিত হয়েছেন মাঠে। মাশরাফিকে প্লাকার্ড, ব্যানার হাতে দিয়েছেন উৎসাহ। তার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে দর্শকরা তাকে অভিবাদন জানাবেন না, উৎসাহ দেবেন না, শুভ কামনা জানাবেন না তা কি হয়? 

ভক্তের প্লাকার্ডে লেখা ’ভালোবাসি মাশরাফি’। ছবি: ইউসূফ আলী

স্টেডিয়ামে তাই নানান করমের প্লাকার্ড। তাতে মাশরাফিকে নানাভাবে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। একদল ভক্ত একই রংয়ের জার্সি পরে মাশরাফির দীর্ঘায়ু কামনা করেছেন। কেউ মাশরাফিকে ধন্যবাদ দিয়েছেন। কেউ ‘ভালোবাসি’ মাশরাফি লিখে নিয়েছেন এসেছেন প্লাকার্ড। মাশরাফির তার নেতৃত্বের শেষ ম্যাচটা হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে খেলতে না পারায় অনেক ভক্তর আক্ষেপ আছে। তবে মাশরাফির আক্ষেপ নিশ্চয় সিলেটের ভক্তরা ভুলিয়ে দিয়েছেন।