দীর্ঘদিন ধরে সেন্ট্রাল স্লিপ অ্যাপনেয়া (সিএএস)-টিপল ভেসেলস ডিজিসে (টিভিডি) আক্রান্ত বাবাকে বাঁচাতে চান সদ্য স্নাতকোত্তর শেষ করা জাবি ছাত্র আল-আমিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন তানভীর আহমেদ আল-আমিন।
গত ২ ফেব্রুয়ারি আল-আমিনের বাবাকে অসুস্থ অবস্থায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হলে, চিকিৎসকরা জানান দীর্ঘদিন ধরে সেন্ট্রাল স্লিপ অ্যাপনেয়া (সিএএস)-টিপল ভেসেলস ডিজিস (টিভিডি) নামক রোগে আক্রান্ত তার বাবা। জরুরি ভিত্তিতে অপারেশনের মাধ্যমে হার্টে রিং বসানো অথবা বাইপাস সার্জারি (করনারী আরটারী বাইপাস গ্রাফটিং) করাতে হবে, যার জন্য ৪-৫ লক্ষ টাকা প্রয়োজন বলেও জানান চিকিৎসকরা।
সুন্দর ভবিষ্যতের স্বপ্ন যখন কেবল ডানা মেলতে শুরু করেছে, ঠিক সেসময় পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তির এ ধরনের অসুখে দিশেহারা আল-আমিন। বাবার উন্নত চিকিৎসার জন্য সাহায্য পেতে দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা:
ক. বিকাশ:
01748949970 (তানভীর আহমেদ আলামিন)
01688972907 (মোহাম্মদ কামরুজ্জামান)
খ. রকেট:
017482023771 ( তোফায়েল আহমেদ)
017422884841 (মোহাম্মদ কামরুজ্জামান)
গ. নগদ:
01742288484 (মোহাম্মদ কামরুজ্জামান)
01719244190 (ফাহিম ফয়সাল)
ঘ. শিওর ক্যাশ:
017192441909 (ফাহিম ফয়সাল)
ঙ. অগ্রণী ব্যাংক একাউন্ট নং:
TANVIR AHMED ALAMIN
Account No: 0200001730481
Agrani Bank, JU Branch.
চ. ডাচ বাংলা ব্যাংক:
MD. Marufuzzaman
Account No: 137105 0040961 (DBBL)
Savar Bazar Branch
ছ. ব্র্যাক ব্যাংক:
MD ISMAIL MURSHED
Account No: 1501203875354001
BRAC BANK, Gulshan Branch.
জ. আইএফআইসি (IFIC) ব্যাংক:
Md. Shah Jahan
A/C No- 0170203640031
IFIC Bank Ltd, Principal Branch.