স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নিউজার্সির আটলান্টিক সিটির কাউন্সিলম্যান বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ হোসেন মোর্শেদ।
আটলান্টিক সিটি পুলিশের কর্মকর্তা সার্জেন্ট কেভিন ফেয়ার গত ৪ ফেব্রুয়ারি জানান, পহেলা ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সিটির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান (ডেমোক্রেট) মোর্শেদকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে পরবর্তী তারিখে আদালতে হাজিরা দেওয়ার নোটিশসহ জামিন প্রদান করা হয়েছে।
তবে আটলান্টিক সিটি ডেমোক্রেট্রিক কমিটির চেয়ারওম্যান জিওয়েন গ্যালাওয়ে লুইস এ প্রসঙ্গে গণমাধ্যমকে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ তিব্বিত সোমবার জানান, আদালতের পরবর্তী তারিখ পর্যন্ত মোর্শেদের স্বাভাবিক কার্যক্রম চালাতে কোন সমস্যা নেই। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আমাদের পদক্ষেপ। কারণ, এখন পর্যন্ত আমি বিস্তারিতভাবে কিছুই জানি না।
এদিকে, কাউন্সিলম্যান মোর্শেদ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যেই কিছু কিছু বিবাদ, মতপার্থক্য থাকে এবং তাই ঘটেছে আমাদের মধ্যেও। আমি নিশ্চিত সবকিছু সমাধান হয়ে যাবে।
অন্যদিকে কমিউনিটি সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে মোর্শেদের বনিবনায় ঘাটতির ব্যাপারটি সকলেরই জানা। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর তার এমন কাণ্ড সকলকে ব্যথিত করেছে। কারণ আটলান্টিক সিটিতে তিনিই প্রথম নির্বাচিত কাউন্সিলম্যান। তিনি স্ত্রীর সঙ্গে যদি সমঝোতায় ব্যর্থ হন তাহলে তার এই আসন ধরে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে।