দিবাকর সরকার: কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাসে আক্রান্তের সন্দেহে দুইজন রোগীর নমুনা সংগ্রহ করে গত বৃহস্পতিবার সনাক্তের জন্যে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তাদের মধ্যে একজন স্বাস্থকর্মী ও অপরজন পল্লী বিদ্যুতের বিভাগের স্টাফ। তাদের বয়স ২৫ বছর ও ৩৫ বছর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এ পর্যন্ত বিদেশ থেকে কলাপাড়ায় ফিরেছে ১২৬ জন। এর মধ্যে ১০৪ জনকে চিহ্নিত করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে করেছে ৯৮ জন। বাকি ৬ জনের এখনও হোম কোয়ারেন্টাইন চলছে। দুই জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সন্দেহভাজন দুইজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

অপরদিকে এ নিয়ে উপজেলার সাধারন মানুষের মধ্যে এক অজানা আতংক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান,এ নিয়ে আতংকের কোন কারন নেই। তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে কিন্তু করোনা ভাইরাস হয়েছে তা এখই সঠিকভাবে বলা যাচ্ছে না। এছাড়াও উপজেলায় যদি করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন ধরনের কোন রোগী থাকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তারা যথাযথভাবে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর পাঠিয়ে করোনা ভাইরাস সনাক্ত করতে সাহায্য করবেন বলে জানান।