দর্পণ ডেস্ক : জুভেন্টাসের পাউলো দিবালা ক্রিশ্চিয়ানো রোনালদো, চিরো ইমমোবিলকে ছাপিয়ে ইতালির সিরি আ’র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ।

ইতালি লিগে নাম লিখিয়ে প্রথম মৌসুমে ২১ গোল করে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার গোল করেছেন ৩১টি। তবুও পাননি সেরার পুরস্কার। পাশাপাশি লাজিওর প্লেমেকার চিরো ইমমোবিল ৩৬ গোল করে জিতেছেন ইউরোপিয়ান ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট গোল্ডেন শু। তার হাতেও যায়নি বর্ষসেরার খেতাব।

এবারের মৌসুমে জুভেন্টাসের জার্সিতে ১১ গোল করেছেন দিবালা। পাশাপাশি ১১ গোলে অ্যাসিস্টও করেছেন। জুভেন্টাসের কোচ সারি এবার দিবালাকে তার পছন্দের পজিশনে খেলিয়েছেন। নিজের পজিশনে ফিরে আর্জেন্টাইন ফরোয়ার্ড পূর্বের ফর্মে ফিরেছেন।

ক্যারিয়ারে প্রথম এই পুরস্কার জিতলেন দিবালা। পাশাপাশি গত ৯ বছরে অষ্টম জুভেন্টাসের ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতলেন দিবালা।