লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নিবন্ধিত কাজী গিয়াস উদ্দিন ও তার দুই সহযোগী আলাউদ্দিন এবং চাঁদ মোহাম্মদকে আটক করা হয়েছে। বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে বুধবার সন্ধ্যায় ইউএনও আনোয়ার পারভেজের নির্দেশে তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার যুগান্তরে জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সাইফুল ইসলাম অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করেছেন মর্মে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি তদন্তের জন্য বুধবার ইউএনও জোনাইল এলাকায় গেলে স্থানীয়রা কাজী গিয়াস উদ্দিন (৫২),আলাউদ্দিন (৪৫) ও চাঁদ মোহাম্মদের নামে বাল্যবিয়ে পড়ানোর মৌখিক অভিযোগ করেন। এ সময় তাদের কাছে রক্ষিত রেজিস্টার জব্দ করলে সাদা কাগজে বর-কনের নাম ঠিকানা এবং রেজিস্টারের ফাঁকা পাতায় স্বাক্ষর নেওয়া অবস্থায় পাওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের নামে নিয়মিত মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।