ছবি : সংগৃহীত
দর্পণ ডেস্ক : সীমান্ত রক্ষা করতে প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিককদের শপথগ্রহণ ও কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিকদের মধ্যে এসব গুণাবলির প্রতিফলন সকলকে অনুপ্রাণিত ও মুগ্ধ করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হতে এবং বিজিবির মূলনীতির প্রতি নবীন সৈনিকদের গুরুত্ব আরোপের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঐতিহাসিকভাবে আজকের দিনটি বর্ডার গার্ড বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে ৪৬ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিডিআরের তৃতীয় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও অভিবাধন গ্রহণ করেছিলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিলখানায় বিজিবির সদর দপ্তরে বাহিনীকে নিজস্ব দুটি অত্যাধুনিক হেলিকপ্টার দেন এবং বীরশ্রেষ্ঠ আবদুর রহমান ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ নামে হেলিকপ্টার দুটি উদ্বোধন করে বিজিবিকে ত্রিমাত্রিকবাহিনী ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
দেশের সীমান্তপথে সকল প্রকার মাদকের অনুপ্রবেশ বন্ধে হেলিকপ্টার দুটি টহলে ব্যবহৃত হবে। বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যারা করেছে তারা দেশ জাতি ও বাহিনীর ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই বাহিনীকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে ২০২২ সালের মধ্যে ১৫ হাজার জনবল নিয়োগ দেয়া হবে বলে জানান সরকারপ্রধান।
এ সময় করোনাভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনের সময় বিজিবির প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।