‘অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে উত্তরণ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ও জেলা পুলিশের আয়োজনে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী জেলার লৌহজং, টঙ্গিবাড়ি, মীরকাদিম ও সদরের এসপি অফিসে বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৬’শ ৩৮ পরিবারের মাঝে এসব ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রথমে মুন্সীগঞ্জের লৌহজং থানার মাঠে বেদে সম্প্রদায়ের ৫৩৫, টঙ্গিবাড়ি ৩০০ ও সদরে মীরকাদিম ও শহরে ৮০৩টি পরিবাবের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) মো. হাবিবুর রহমান।

এ সময় মো. হাবিবুর রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায় আমার সন্তানের মতো। আমরা যদি তাদেরকে সামাজিকভাবে তুলে না আনি তাহলে তারা যাবে কোথায়? এখনই সময় এসেছে ঘুরে দাঁড়াবার।

বেদে সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনাদের (বেদে সম্প্রদায়) আর পানি উপর নৌকায় থাকতে হবে না। নদীর তীরে টং তুলে বসবাস করতে হবে না। বেদে সম্প্রদায় কারিগরি শিক্ষার মাধ্যমে সমাজে এমনভাবে মাথা উচু করে দাঁড়াবে যে, আজকে আপনারা দান নিচ্ছেন। কিন্তু আগামীতে আত্মনির্ভরশীল হয়ে অবহেলিত দারিদ্র মানুষকে সাহায্যে করবেন। আজ আপনারা সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হলেও, আগামীতে আপনাদের কাছে দারিদ্রতা হার মানবে।

পিছিয়ে পড়া এই সম্প্রদায়ের বিবাহ উপযুক্ত মেয়েদেরকে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিবাহের সকল খরচ দিই উল্লেখ করে, তাদেরকে স্বাবলম্বী করতে এবং নিজেদের স্থায়ী ঠিকানা তৈরী করতে পরামর্শ দেন তিনি। তারাও এক সময় দেশের সরকারি-বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে দেশকে এগিয়ে নিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে তিনি খড়িয়া এলাকার বেদে সম্প্রদায়ের আশ্রয় প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও স্থানীয় বেদে সম্প্রদায়ের লোকজনের খোঁজখবর নেন এবং শিশুদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে মাত্র ১০০ টাকার বিনিময়ে চাকরির প্রবর্তক পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, সক্ষম বেদে সম্প্রদায়ের সন্তানদের পুলিশের চাকরি দেব। যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে এ সুযোগ দেব। এখন যারা অনুদান নিচ্ছেন, এক সময় এই বেদে সম্প্রদায়ের লোকেরাই মানুষের মাঝে অনুদান দেবেন। আপনারা যদি নিজেদেরকে স্বাবলম্বী করে তোলেন, তা হলেই আমাদের সার্থকতা।

অনুষ্ঠান শেষে মিরকাদিম পৌরসভার মেয়ের শহিদুল ইসলাম শাহিন ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অ্যাড. সেতু ইসলাম ও সাংবাদিক এড. লাবলু মেল্লা প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এসময় পৌর মেয়ের আগামী ৬ মাসের মধ্যে বেদে সম্প্রদায়ের জন্য স্থানীয় বাসস্থানের ব্যবস্থার ঘোষণা দেন।

পরে প্রধান অতিথি জেলা পুলিশ লাইন্স ও সদর থানার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্স এসপি মাহাবুব (বীর বিক্রম) লাইব্রেরীর পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন।

আল-ইমদার এর চেয়ারম্যান মো. মাজহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, মিরকাদিম পৌরসভার মেয়ের শহিদুল ইসলাম শাহিন, আরটিসান আউট ফিটার লি: এর ব্যাবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়েক, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক শেখ আ: বাকির, উত্তরণ ফাউন্ডেশনের সমন্বয়কারী মাহবুবুর রহমান, অ্যাড. লাবলু মোল্লা, অ্যাড.সেতু ইসলাম, লৌহজং থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এবি এম শোয়েব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো.আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন, ডিআই-১ নজরুল ইসলাম, ওসি ডিবি মো. ইউনুস আলী, লৌহজং থানার ওসি লিয়াকত আলী, টঙ্গিবাড়ি থানার ওসি ইয়রদৌস হাসান, ইন্সপেক্টর সাইফুল ইসলাম, ইন্সপেক্টর জিল্লুর রহমান, ইন্সপেক্টর মফিজুর রহমান প্রমুখ।