দিবাকর সরকার. কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের চিংগড়িয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে সনাতন ধর্মালম্বী নিতাই লাল সরকারের নিজ মালিকাধীন জমিতে নির্মনাধীন ঘর সবুজ মৃধার নেতৃত্বে ভাংচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক প্রভাবশালী সবুজ মৃধা, পিতা মোঃ আফতাব উদ্দীন মৃধা কিছুদিন ধরে অজ্ঞাত কারণে উক্ত জমিটি তার বলে মৌখিকভাবে দাবী জানিয়ে আসছিলো। কিন্তু সবুজ মৃধার কাছে উক্ত জমির মালিকানার কোনো বৈধ কাগজ-পত্র না থাকায় তাকে আইনগতভাবে মিমাংসার কথা বললেও তিনি আইনের মাধ্যমে জমি পাওয়ার রাস্তায় যাননি বরং উক্ত জমির বৈধ বর্তমান মালিক নিতাই লাল সরকার যখনি তার দখলে থাকা উক্ত জমিতে ঘর নির্মানের উদ্যোগ নিচ্ছিলেন তখনি প্রভাবশালী সবুজ মৃধা তার লোকজন নিয়ে বার বার বাঁধা প্রদান ও হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।

বাধ্য হয়ে এক মাস আগে নিতাই লাল সরকার কলাপাড়া থানায় একটা মিমাংসা শাসিলের লিখিত আবেদন করেন। কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে থানা থেকে দু-পক্ষকে ডাকা হলেও নির্ধারিত দিনে সবুজ মৃধা গং থানায় উপস্থিত হয়নি।

কয়েকদিন আগে থেকে নিতাই লাল সরকার পুনঃরায় ঘর তোলার কাজ শুরু করেন । ঘর তোলার কাজ যখন প্রায় শেষ পর্যায়ে তখন আজকে সকাল আনুমানিক ৯টার সময় সবুজ মৃধা ও তার লোকজন অর্তকিতে উপস্থিত হয়ে সন্ত্রাসী কায়দায় আতংক সৃষ্টি করে ঘরটি ভাংচুর করে ও হুমকি-ধামকি দিয়ে চলে যায়।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে কেবল হিন্দু ধর্মের অনুসারী লোকজনই যুগ যুগ ধরে চিংগড়িয়া এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এখানে জমি কেনা-বেচাও উক্ত ধর্মের লোকজনের মধ্যেই সব সময় হয়ে আসছে। তাই এখানে সবুজ মৃধার কোনো জমি থাকার কথাও নয়। কিন্তু সবুজ মৃধার দাবী, ৭০ বছর আগে তাদের বাবা জনৈক হিন্দু মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন অথচ সবুজ মৃধার বাবা কোনো দিন এখানে তাদের জমি থাকার দাবী করেননি। আর জমিটিও কোনো দিন সবুজ মৃধার কিংবা তার বাবার দখলে ছিলো না এবং এখনও নেই।
নিতাই লাল সরকার জীবনের নিরাপত্তা ও নিজ জমিতে তোলা ঘর ভাংচুরের ব্যাপারে কলাপাড়া থানায় যেয়ে সংশ্লিষ্ট অফিসারকে অবহিত করেছেন। এ ঘটনায় অত্র এলাকার সংখ্যালঘু লোকজনের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।