পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৭টি ট্রলার ও ৩ লক্ষ মিটার জালসহ ৩৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার দিনভর উপজেলার আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ২৬ জেলের বাড়ি পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায় এবং ৮ জেলের বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া এলাকায় বলে।
কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকদিন ধরে এসব জেলেরা সমুদ্রসহ বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.