পটুয়াখালী সংবাদদাতা:  পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-আযহা পরবর্তী
লকডাউন’র প্রথম দিনে ভ্রাম্যমান আদালত ০৯ জনকে ৪,৩০০ টাকা দন্ড প্রদান
করেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল
শুক্রবার সকাল থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত রজপাড়া, বাদুরতলি ও সদররোড
এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। এসময়
সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, অহেতুক ঘরের বাইরে
স্বাস্থ্য বিধি না মেনে ঘোরাঘুরি ও সঠিক কাগজপত্র না থাকায় সংক্রামক রোগ
প্রতিরোধ ও নির্মূল আইন এবং  সড়ক পরিবহন আইন অনুসারে এ ৯জনকে আর্থিক দন্ড
প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে নিষেধাজ্ঞার শেষ দিনে ইলিশ শিকার করার দায়ে দু’টি মাছ ধরা ট্রলারের
মাছ জব্দ করা হয়েছে। এসময় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া
জব্দকৃত মাছ নিলামে বিক্রি করেছে ৬হাজার নয়শ টাকা। উপজেলা মৎস্য
কর্মকর্তা অপু সাহা সামুদ্রিক মৎস্য আইনে বৃহস্পতিবার রাত ১০টার সময়
আলীপুর মৎস্য বন্দরে এ জরিমানা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা মৎস্য
কর্মকর্তা সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে আসার পর এলমা আক্তার-২ এর
মালিক আবুল হোসেন কাজীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার
ট্রলারে প্রায় ৭০কেজি ইলিশ মাছ পাওয়া যায়। অপর একটি পরিত্যক্ত ট্রলারে
প্রায় ৫০কেজি মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত মাছ নিলামে ৬ হাজার নয়শ টাকায়
বিক্রি করে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।