গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে তুর্কি রেড ক্রিসেন্ট সোসাইটির অনুদানে ঢাকা থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো ১২’শ কেজি পঁচা গরুর
মাংস উদ্ধার করে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। দরিদ্রদের বিতরণের জন্য গতকাল বিকেলে একটি হিমায়িত ভ্যানে ওই মাংস আনার পর স্থানীয় কর্তৃপক্ষ ও লোকজনের নজরে আসে। খবর পেয়ে দ্রুত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এসে তা উদ্ধার করে নদীর চরে মাটি চাপা দেয়ার উদ্দোগ নেন। তবে উচ্চ জোয়ারের প্লাবনের কারনে প্রায় ১দিন পেরিয়ে গেলেও মাটি চাপা দেয়া সম্ভব না হওয়ায় পঁচা মাংসগুলো নদীতে নৌকায় ভাসিয়ে রাখতে হয়েছে।

এদিকে বিকল্প ব্যবস্থা হিসেবে আজ সকালে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন
গরু জবাই করে মাংস বিতরণের উদ্যোগ নিয়েছে।