দর্পণ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত ৪ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেণ্য এ শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফুসফুসের পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শঙ্কিত ছিলেন চিকিৎসকরা। গত ১৪ জুলাই এ সংগীত শিল্পীর নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট বাড়তে থাকলে পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজিব জানান, কখন কোথায় দাফন হবে- সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সরকারের তরফ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.