গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: হঠাৎ করে গার্মেন্টস সহ শিল্প-কারখানা খোলার খবরে পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাটে ঢাকামূখী যাত্রীদের ঢল নেমেছে। বেলা
বাড়ার সাথে সাথে বেড়েই চলছে যাত্রীদের চাপ। জেলাশহর সহ বিভিন্ন উপজেলার
প্রত্যন্ত এলাকা থেকে ঢাকামূখী শতশত নারী-পুরুষ গার্মেন্টস কর্মীরা
মোটরসাইকেল অটোরিক্সা সহ নানা যানবাহনে লেবুখালী ফেরীঘাটে আসছে। এদিকে
লকডাউনের জন্য পরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত টাকা খরচ করে ফেরী পারাপার হয়ে
যে যেভাবে পারছে সবাই ছুটছে বরিশাল হয়ে রাজধানী ঢাকার গন্তব্যে।
সরোজমিনে দেখা গেছে, শনিবার সকাল থেকেই লেবুখালী ফেরীঘাটে লক্ষ্য করা
গেছে ঢাকামূখী যাত্রীদের উপচেপড়া ভিড় । পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন
উপজেলা থেকে নানা ভাবে শত শত মানুষ ব্যাগ বস্তা কাঁধে নিয়ে পায়ে হেঁটে
ফেরীতে গাদাগাদি করে পারাপার হচ্ছে। দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা
করেবৃষ্টিতে ভিজে তারা ছুটছে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। স্বাস্থ্য বিধি
মানছে না কেউ।
ঢাকা মূখী গার্মেন্টস কর্মী সাইদুল ইসলাম শাকিল জানান, ঈদের ছুটিতে
পটুয়াখালীর বাড়িতে আসছিলাম। কিন্তু গতকাল টিভিতে দেখলাম গার্মেন্টস
খুলে দিছে। তাই ঢাকাতে যাচ্ছি। গণপরিবহন বন্ধ থাকায় ভেঙ্গে ভেঙ্গে
অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
লেবুখালী ফেরীঘাটের সুপারভাইজার মো: আফজাল হোসেন জানান, রোববার পোশাক
কারখানা খোলা, তাই সকাল থেকেই ফেরিঘাটে যাত্রীদের চাপ বেড়েছে ।