দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় হোটেল কর্মচারী ছোলেমানের (১২) ছুরির আঘাতে খুন হয়েছে আরেক কর্মচারী নয়ন মোল্লা (১৫)। পৌরশহরের লঞ্চঘাট এলাকায় আলম হোটেল এন্ড রেস্তরায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছোলেমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে। ছোলেমানের উদ্ধৃতি দিয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার মধ্যরাতে হোটেলের মধ্যে এরা দুজনেই ঘুমুতে যায়। এসময় ছোলেমান সিগারেট খাচ্ছিল। তখন নয়ন গন্ধ সহ্য করতে না পেরে ইয়ার্কি থেকে তর্কাতর্কি শুরু করে। তর্কাতর্কির একসময় পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ছোলেমান নয়নের গলায় আঘাত করে। ছুরির আঘাতে জখম হয় নয়ন। তাকে রোববার খুব সকালে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেন চিকিৎসক। কিন্তু পথিমধ্যে নয়ন মোল্লা মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত নয়নের বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামে। তার বাবার নাম খোকন মোল্লা। অভিযুক্ত ছোলেমানের বাড়ি আমতলী উপজেলার কলঙ্ক এলাকায়। বাবার নাম আবু বশার সিকদার।