দর্পণ ডেস্ক : মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ কন্যা সন্তানের মা হলেন। গত ২৩ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে। তবে প্রায় ২০ দিন পর সুখবরটি দিলেন শখের স্বামী আতিকুর রহমান জন। মেয়ের নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।
জন জানান, জন্মর পর থেকেই মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। তাদের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।
এদিকে, গেল সেপ্টেম্বর মাসেই হয় শখের ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। তখনই জানা যায় তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় ব্যাপক পরিবর্তন তখন দেখা যায় শখের শরীরে। পরিবর্তন হয় চেহারারও। অনেকেই পূর্বের ও বর্তমানের ছবি নিয়ে তুলনা করে বুঝতে চাইছিলেন আসলে এটি শখ কিনা! উল্লেখ্য, ২০১১ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রেম হয় শখের। চার বছর প্রেমের পরে ২০১৫ সালের গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকেই মিডিয়া থেকে দূরে সরে ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছেন এই অভিনেত্রী। শখের বর্তমান স্বামীর নাম আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। তারা গাজীপুর ও উত্তরার বাসায় থাকেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.