দর্পণ ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পে দ্বীপটির একাধিক ভবন ভেঙ্গে পড়ে। ভবনের নিচে এখনও মানুষ চাপা পড়ে আছে বলে জানা গেছে। এছাড়া সেখানকার রাস্তাঘাটও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতি হয়েছে কারাঙ্গাসেম এবং বাংলি এলাকায়। বর্তমানে এসব এলাকায় উদ্ধার অভিযান চলছে। কারাঙ্গাসেমে ৭ জন গুরুতর আহত হয়েছেন আর একজন মারা গেছেন। বাংলিতে প্রাণ হারিয়েছেন দু’জন। সেখানে ভূমিকম্পের কারণে ভূমিধসও হয়েছে। আফটার শক আসতে পারে বলে সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.