দর্পণ ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নিজের ১৫ বছরের ছোট প্রেমিক রোমান শলের সঙ্গে সম্পর্ক ভাঙার কথা জানালেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েক দিন ধরেই তাদের বিচ্ছেদের খবর ঘুরে বেড়াচ্ছে বলিপাড়ায়। এবার তাতে স্বীকার করে নিলেন খোদ অভিনেত্রী নিজেই। রোমানের সঙ্গে ছবি শেয়ার করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই সাবেক ‘মিস ইউনিভার্স’।
সুস্মিতা রোমানের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনো বন্ধুই আছি। সম্পর্ক অনেক দিন চলল… ভালোবাসা এখনো আছে।’ সঙ্গে আর কোনো জল্পনা তৈরি না করারও অনুরোধ জানান তিনি।
সুস্মিতা আর রোমানের মধ্যে বয়সের পার্থক্য ১৫ বছরের। এ নিয়ে আগেও আঙুল তুলেছিলেন অনেকে। তবে সেসব পাত্তা দেননি তিনি। এমনকি, বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও দুজনে বলতেন, সময় হলে সবাইকে জানাবেন। তবে জানা যাচ্ছে, বেশ কয়েক দিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে তিক্ততা বাড়ছিল। সুস্মিতাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে নায়িকার কথায়ই নাকি তার বাড়ি ছেড়েছেন রোমান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.