লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র সমর্থকদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারিকে লাঠি নিয়ে মারপিট ও লাঞ্চিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরের দিকে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর বাজারে এই ঘটনাটি ঘটে। বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে টাঙ্গানো ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র সমর্থকরা ভেঙ্গে ফেলেছে এমন সংবাদ শুনে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে রোববার দুপুরে উপজেলার মানিকপুর বাজার এলাকা পরির্দশনে যান।

সেখানে তিনি তার বিলবোর্ড ভেঙ্গে ফেলার প্রতিবাদ জানিয়ে স্থানীয় কর্মী-সমর্থকদের সাথে কথা বলার সময়ে সাংসদ সদস্যের সমর্থকরা তাকে মারপিট ও লাঞ্চিত করাতে লাঠি নিয়ে তেড়ে আসেন। এসময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে পরিস্থিতি সামাল দিলে উপজেলা চেয়ারম্যান তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি জানান, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় স্থানীয় এমপি তার ক্যাডার দিয়ে তাকে সব জায়গায় বাধা প্রদান ও তার উপর হামলার চেষ্টা করছেন। এমপি’র জনপ্রিয়তা কম থাকায় তিনি তার উপর ঈর্ষান্বিত হয়েই এমন কর্মকান্ড করছেন বলেও তিনি অভিযোগ করেন। এব্যাপারে এমপি সমর্থক হামলাকারীরা মুখ খুলতেই রাজি হননি। তবে রুবেল নামে একজন সমর্থক জানান, এমপির বিরুদ্ধে কুরুচিপূর্র্ণ বক্তব্য দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। এবিষয়ে গুরুদাসপুর-বড়াইগ্রাম ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’ বলেন, সংসদ চলাকালিন সময় তিনি ঢাকায় ছিলেন। ওই দিন বিকালে তিনি এলাকায় ফিরেছেন। এর মধ্যে কোথায় কি ঘটেছে তা তার জানা নেই। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, দুপুরের দিকে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিষয়টি মৌখিকভাবে তাকে বলেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।