দর্পণ ডেস্ক : বিশ্বজুড়ে পশ্চিমা দেশগুলোর আধিপত্য শেষ হতে চলেছে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করে তুলবে। টেলিভিশনে প্রচারিত এক সরকারি বৈঠকে রাজধানী মস্কো থেকে এসব কথা বলেন পুতিন। এতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের চলমান অভিযান পরিকল্পনা মাফিক চলছে। পুতিন অভিযোগ করেন, ইউক্রেনের সঙ্গে সংঘাতকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে এসব অবরোধ আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। কারণ, তারা শক্তিশালী ও সার্বভৌম রাশিয়া দেখতে চায় না। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার ওই অভিযানকে আবারও বৈধ করার চেষ্টা করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত’ করতেই এই অভিযান চালিয়েছে রাশিয়া এবং দেশটির সংখ্যালঘুদের উপর গণহত্যা ঠেকিয়েছে এ যুদ্ধ।
পুতিন বলেন, যুদ্ধের আগে যে পরিকল্পনা করা হয়েছিল সেভাবেই পরিচালিত হচ্ছে এ যুদ্ধ। পশ্চিমারা রুশ নাগরিকদের মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে বলেও হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট। পশ্চিমা নিষেধাজ্ঞায় যে মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়বে তা সম্পর্কে পুতিন অবগত আছেন বলেও জানান। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যেসব পরিবারে শিশু রয়েছে তাদেরকে সংকট কাটিয়ে উঠতে সহায়তা দেয়া হবে। সামনে রাশিয়ার অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন আসছে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট।