ডেস্ক রিপোর্ট: রাজধানীতে বসবাসরত কলাপাড়া উপজেলার সামাজিক সংগঠন কলাপাড়া সমিতি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১৬ এপ্রিল শনিবার মিরপুরস্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহনে দোয়া মোনাজাতের পূর্বে কলাপাড়ার উন্নয়নভাবনা নিয়ে সংক্ষিপ্ত ও অর্থবহ আলোচনা হয়।
সংগঠনের সভাপতি এ্যাডভোকেট খন্দকার আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান, সিআইপি কলাপাড়াকে ঘিরে তার নানামুখী উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন। তিনি বলেন পায়রা সমুদ্র বন্দর ও কুয়াকাটা কেন্দ্রিক বহুমূখি উন্নয়নের কারণে শিগগিরই পটুয়াখালী দেশের মডেল জেলায় উন্নিত হবে। তিনি আরও বলেন, কলাপাড়া সমিতি ঢাকার কল্যাণমূলক কাজে তিনি সব সময় পাশে থাকবেন।
বিশেষ অতিথি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কলাপাড়া সমিতি ঢাকার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান, এম.পি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুদৃষ্টির কারনে গত এক যুগে বিপুল উন্নয়ন হয়েছে এককালের পশ্চাৎপদ এই জনপদে। ঢাকা থেকে কুয়াকাটা অবধি রেললাইন নির্মাণ ও মহাসড়ক চার লেনে উন্নিত করার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, পদ্মাসেতু হয়ে রেল-লাইনযুক্ত হওয়ার মাধ্যমে কুয়াকাটা দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষনীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। কলাপাড়া সমিতি ঢাকার উদ্যোগে কলাপাড়াকে জেলা করার দাবি বাস্তবায়নে ঢাকায় বসবাসরত সকলকে একত্রিত করে অতীতের মতো ঈদের পরে আবারও জোরালো কর্মসূচী বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
কলাপাড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রীর একান্ত সচিব ড. ফেরদৌস আলম, অগ্রনী স্কুল এন্ড কলেজ ও ধানখালী কলেজের সাবেক অধ্যক্ষ ও কলাপাড়া আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ঢাকা জেলার ভারপ্রাপ্ত পিপি ও কলাপাড়া সমিতি ঢাকার উপদেষ্টা বিমল সমাদ্দার, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো: শহিদুল ইসলাম, কলাপাড়া উপজেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতাউর রহমান হারুন বক্তব্য রাখেন।
বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদক ও কলাপাড়া সমিতি ঢাকার নির্বাহী সদস্য বদরুল আলম নাবিল তার বক্তব্যে পর্যটনকেন্দ্রের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে মহিপুর থানার চার ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার সমন্বয়ে কুয়াকাটা উপজেলা গঠনের দাবি জানান।
বক্তরা কলাপাড়া সমিতি ঢাকার সাথে সম্পৃক্ত থেকে বিগত দিনে করা বিভিন্ন কাজের স্মৃতিচারণ করেন, সমিতির বিভিন্ন কল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এজাতীয় কাজে তারা সব সময় পাশে থাকবেন বলে জানান।
কলাপাড়া সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক হলি চাইন্ড ইন্টরন্যাশনাল স্কুলের চেয়ারম্যানকলাপাড়া সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ও হলি চাইন্ড ইন্টরন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোঃ নূরে আলম আজাদ, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মোঃ অহিদুল ইসলাম।