দর্পণ ডেস্ক : গত কয়েকটি সিরিজে চরম ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মমিনুল হক। আজ মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসভবনে দেখা করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। সভাপতির সঙ্গে আলোচনার পর উপস্থিত সাংবাদিকদের মমিনুল জানিয়েছেন, ‘আমি উনাকে (বোর্ড সভাপতি) বলেছি, আমি অধিনায়ক হিসেবে দলে কন্ট্রিবিউট করতে পারছি না। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে চাই। আমি এটাই বলেছি। ‘
বাইরের কোনো চাপ নয়, অধিনায়কত্ব নিয়ে নিজের অভিমতই বোর্ড সভাপতিকে জানিয়েছেন মমিনুল, ‘না, কোনো চাপ ছিল না। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ে বেশি ফোকাস করা জরুরি।’ তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে কে হবেন টেস্ট অধিনায়ক, সেটি বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মমিনুল, ‘কাল (আজ) বোর্ড সভা আছে। সেখানেই উনারা সিদ্ধান্ত নেবেন।’
মুমিনুল জানান, বিসিবি সভাপতি তাকে অধিনায়কত্ব ছাড়ার কথা বলেননি। তিনি নিজেই অধিনায়ক না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আধা ঘন্টার বৈঠক শেষে মুমিনুল বলেন, ‘আমি আসলে জিনিসটা চাচ্ছি না। ব্যক্তিগতভাবে আসলেই চাচ্ছি না।’ অভিমান থেকে এমন সিদ্ধান্ত কি না জানতে চাইলে মুমিনুল বলেন, ‘না, অভিমান থেকে নয়।’
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজ গাড়িতে করে পাপনের গুলশানের বাড়িতে প্রবেশ করেন মুমিনুল। তখন তার চেহারায় ছিল ক্লান্তির চাপ। সঙ্গে তার সহধর্মিণী আসলেও তিনি গাড়ি থেকে নামেননি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.