ছবি: সংগৃহীত

বুধবার সন্ধ্যায় কনটেইনার অপসারণের সময় লাশটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কনটেইনারগুলো অপসারণের সময় আরো একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া একটি মাথার খুলিও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

শনিবার রাত ৮টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতর আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি কনটেইনারে থাকা রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৪১ জনের প্রাণহানির খবর জানিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। পরে মঙ্গলবার ডিপো থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান আরো একজন।