শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-২০তে আঙুলের ইনজুরিতে পড়েন স্টার্ক। প্রথম ওভারে ডেলিভারির পর ফলো-থ্রু দিতে গিয়ে বেশি ঝুঁকে যান স্টার্ক। তখনই আঙুল কেটে যায় তার।
ইনজুরির পর প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ ওভার বল করে ২৬ রানে ৩ উইকেট নেন স্টার্ক। প্রথম ম্যাচ শেষে স্টার্কের আঙুলে ছয়টি সেলাই দিতে হয়েছে। তাই ইনজুরির কারণে দ্বিতীয় টি-২০তে খেলতে পারেননি স্টার্ক। তৃতীয় ও শেষ ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
ওয়ানডে সিরিজে তার খেলার বিষয়ে এখনো নিশ্চিত নয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এক বিবৃতিতে সিএ বলেছে, সে দলের সাথে অনুশীলন করবে। ওয়ানডে সিরিজে দলে ফিরবেন, তা নির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না। তবে সুস্থ হতে অন্তত সাতদিন লাগবে।
আগামী ১৪ জুন থেকে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ২৯ জুন থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। অভিজ্ঞ এই পেসারকে নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ দলটি। তাই টেস্ট সিরিজের জন্য স্টার্ককে পুরোপুরি ফিট রাখতে চায় সিএ।