ছবি: সংগৃহীত

জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ-জাপান আইটি বিজনেস কোলাবরেশন নেটওয়ার্কিং অনুষ্ঠানে বাংলাদেশ মঙ্গলবার এ আহ্বান জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ স্বাগত বক্তব্যে বাংলাদেশ থেকে জাপানে দক্ষ আইটি পেশাদার নিয়োগের জন্য জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশে ব্যবসা শুরু করতে দূতাবাসের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। 

তিনি বলেন, আইসিটি ও ডিজিটাল উপকরণ রফতানি এবং রফতানি পণ্যের বৈচিত্র্যের ওপর জোর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি পণ্য ও সেবাকে ২০২২ সালের জাতীয় পণ্য হিসেবে ঘোষণা করেছেন। 

চলতি বছর বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাপানে বাংলাদেশের আইসিটি শিল্পের প্রসারের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) আইটিপিও টোকিও, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (জেসিসিআই) কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।  

এছাড়া জাপানি আইটি কোম্পানির শীর্ষ পর্যায়ের নির্বাহীগণ, জাপানে এনআরবি কর্তৃক প্রতিষ্ঠিত আইটি কোম্পানিসমূহ, জাপানের নামকরা কোম্পানিতে কর্মরত বাংলাদেশি আইটি প্রফেশনাল, জাপানে বাংলাদেশি গবেষকরা অনুষ্ঠানে যোগ দেন। 

দূতাবাসের মিনিস্টার (কমার্স) ড. আরিফুল হক, বাংলাদেশ-জাপান আইটি বিজনেস কোলাবরেশনের উপর প্রবন্ধ উপস্থাপন করেন এবং ইউনিডো আইটিপিও টোকিও ও জাপানে এনআরবি প্রতিষ্ঠিত আইটি কোম্পানিগুলোর সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন।