অনলাইন ডেস্ক : মাছটির শরীর দেখতে অনেকটা রুই মাছের মতো। কিন্তু মাথাটি দেখতে পাখির মতো! এই মাছটিকে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তজার্তিক গণমাধ্যমে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ৫ জুন চীনের দক্ষিণ-পশ্চিমের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে এক মৎস্য শিকারি হাতে ধরা পড়ে এই অদ্ভুত এই মাছটি।

আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) জানিয়েছে,পরিবেশ দূষণ, জীবনের প্রাথমিক পর্যায়ে আঘাত পাওয়ার মাধ্যমে মাছের অস্বাভাবিক চেহারার সম্ভাব্য কারণ হতে পারে।
মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, পাখির মাথার মতো দেখতে মাছটি আসলে স্বচ্ছ পানির রুই প্রজাতির মাছ। শারীরিক বিকৃতির কারণে মাছটি এমন দেখাচ্ছে। এশিয়া ও উত্তর আমেরিকায় এই প্রজাতির মাছ দেখা যায়।
অনেকেই বলছেন, মাছটির জন্মের সময় হয়তো এর ভ্রূণ ক্ষতিগ্রস্ত হয়ে এমন আকৃতি হয়েছে। অনেকেই আবার বলেন, পানিতে যথেষ্ট অক্সিজেন না থাকায় মাছের আকৃতিতে ব্যাঘাত ঘটেছে। কেননা অল্প পরিসরে অধিক মাছ চাষের কারণে অনেক সময় এ সমস্যা দেখা দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বিরল আকৃতির মাছটিকে ধরা পরার কিছুক্ষণের মধ্যেই পানিতে ছেড়ে দেন ওই মৎস্য শিকারি।