যার মধ্যে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকার বাজেটের ‘দিন দ্য ডে’র পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। এটি দেশের দেড়শ’রও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ছবিটির প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। বাজেট ও হল দখলের দিক থেকে এগিয়ে রয়েছে অনন্ত-বর্ষা জুটির ছবিটি।
তবে গান ও ট্রেলার প্রকাশের পর দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচালক রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা। ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, নায়ক শরিফুল রাজ ও ইয়াশ রোহান। প্রায় ৬০ লাখ টাকা বাজেটের ছবিটি সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনা পেয়েছে গেল কয়েকদিন ধরে। বরগুনার সেই আলোচিত রিফাত হত্যাকাণ্ডের একটি ছায়া দেখা যাবে এর গল্পে।
প্রযোজনা প্রতিষ্ঠানের ৩০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
এছাড়াও ঈদে মুক্তি পেলো অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, সিনেমাটির নির্মাণ বাজেট ৬০ লাখের বেশি।