তিনি (আল্লাহ) বললেন: “হে আমার বান্দা,
কেবল ইসমাইলের মতো ব্যতিক্রমীরাই আনন্দের সাথে আমার নির্দেশে নিজেকে কোরবানি দেবে।
ইসমাইলের মতো ধর্মপ্রাণ বার্তাবাহকরাই শুধু পারে উৎসর্গের জন্যে নিজেকে এভাবে প্রস্তুত করতে এবং নিজেকে ধুলোর মতো আমার দরজার কাছে ছড়িয়ে দিতে।
এমনকি ইসমাইলের জন্যে ইবরাহীমের বাৎসল্যও পারেনি কুরবানির পশুর মতো আমার আদেশে তাকে উৎসর্গ করা থেকে বিরত রাখতে।”
ইবরাহিম তখন তার পুত্রকে বললেন: “তুমি ইসমাইল, আমার পুত্র, তুমি আমার অহংকার ও আনন্দ। আমি পিতা হয়ে কী করে তোমার মতো মূল্যবান মুক্তাকে হারাতে পারি?
কিন্তু আমাকে অবশ্যই স্রষ্টার আদেশ প্রতিপালন করতে হবে।”
প্রভুর স্বর্গীয় বানীগুলো শুনতে শুনতে আমি অনুভব করলাম ভোরের নরম বাতাস আমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। পরক্ষণেই চোখের জল আমার গাল বেয়ে প্রবাহিত হতে লাগল…