রোববার রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পূর্ব নির্ধারিত ১২ ঘণ্টার আগেই ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ করা হয়। দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় আট ঘণ্টারও কম সময়ে শেষ হয় বর্জ্য অপসারণ। ঈদের দিন ডিএনসিসির ১০টি অঞ্চলে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে এবং প্রায় ৯ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
ডিএনসিসির বর্জ্য বিভাগের তথ্যমতে, ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫০টির শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি চারটি ওয়ার্ডের সব বর্জ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে।