ছবি: সংগৃহীত

শতাব্দী প্রাচীন বাড়িটি পুরনো স্থাপত্যের। বিশাল চেহারার ওজন কম করেও ৩ হাজার ৮০০ টন। দুই পাড়ার দূরত্ব যৎসামান্যই। তবু ওই বিপুল শরীর বয়ে নিয়ে যাওয়া কম কথা নয়। বাড়িটি ‘হেঁটে’ই পাড়া বদল করেছে। আর তাকে হাঁটতে সাহায্য করছে বাড়ি বয়ে নিয়ে যাওয়ার আধুনিক যন্ত্র ‘ওয়াকিং মেশিন’।

এই ওয়াকিং মেশিন আদতে একটি প্রযুক্তি। যার সাহায্যে একটি বাড়িকে গোড়া থেকে তুলে সরিয়ে নিয়ে যাওয়া যায় অন্যত্র। তবে এ ক্ষেত্রে কাজটা একটু কঠিন ছিল। কেন না বাড়ির বয়স অনেক বেশি। যেকোনও মুহূর্তে পুরনো স্থাপত্যে চিড় ধরতে পারত। ক্ষতিও হতে পারত। ভেঙে যেতে পারত বাড়ির কিছু অংশ। তবে তা হয়নি।

আরো পড়ুন>> 

সাংহাইয়ের ওই বাড়িটিকে রেল বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। তবে রাস্তা দিয়ে হেঁটে একটি বাড়িকে পাড়া বদলাতে চোখের সামনে দেখে তাজ্জবই হয়েছে স্থানীয় মানুষ।

সূত্র: