হাইকোর্ট- ফাইল ছবি

এই সময়ে সুপ্রিম কোটের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলছে ১০টি অবকাশকালীন বেঞ্চে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত বিষয়াদি, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি সরদার মো. রাসেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে ভ্যাট, কাস্টমস, ট্যাক্সসহ সব ধরনের রিট সংক্রান্ত মোকদ্দমা, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং আইনের অধীন বিষয়াদিসহ জরুরি ফৌজদারি সংক্রান্ত বিষয়াদি, বিচারপতি আহমেদ সোহেলের একক বেঞ্চে আধিম অধিক্ষেত্রাধীন বিষয়, বিচারপতি শাহেদ নূর উদ্দিনের একক বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত বিষয়াদি, বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চে ফৌজদারি সংক্রান্ত বিষয়াদি শুনানি হয়।

এছাড়া বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আগামী ১৮ ও ১৯ জুলাই বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন ও  মানি লন্ডারিং আইনের অধীন বিষয়াদিসহ ফৌজদারি সংক্রান্ত অতীব জরুরি মামলা শুনানি হবে এ বেঞ্চে। হাইকোর্টে বিজয় ৭১ ভবনের ১৫নং বিচারকক্ষে এ বেঞ্চের বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।