শ্রীলংকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলংকাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
আরো পড়ুন:
বুধবার সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ না করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আবারো বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। হাজারো বিক্ষোভকারী জড়ো হন রাজধানী কলম্বোতে। গোতাবায়ার পদত্যাগের দাবি জানান তারা।
এদিকে, প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে টিয়ার শেল ছুড়েছে পুলিশ। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ চাইছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।