(ছবি: সংগৃহীত)

আহতরা হলেন, আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫), ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫), বাদশা মিয়া (৫০)। 

আহতদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে। বজ্রপাতে আহত ১৯ জনের মধ্যে ১৮ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থা আশঙ্কাজন।

আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে ইউসুফ আলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে স্থানীয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হওয়ার কথা।  এ সময় জাগাীর ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি কড়ই গাছের ওপর বজ্রপাত হয়। এতে গাছটির একটি ডাল ভেঙে যায়। এ সময় ১৯ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় ১৮ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে তিনজনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ভর্তি রোগীদেরকে হাঁটা-চলা করার পরামর্শ দেওয়া হয়েছে।