২০২২ সালের জানুয়ারি-মার্চ মাসের ওপর ভিত্তি করে তৈরি টিকটকের কমিউনিটি গাইডলাইন রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য বাংলাদেশিদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরানো হয়েছে। এ সময় বিশ্বজুড়ে সরানো হয়েছে ১০ কোটি ২৩ লাখ ৫ হাজার ৫১৬টি ভিডিও।
টিকটক কর্তৃপক্ষ বলেছে, তাদের কমিউনিটি গাইডলাইনে গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তা হতে হবে নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে। সব ধরনের গ্রাহক এবং সব কনটেন্টের জন্য তাদের মূল নীতিগুলো প্রযোজ্য। এসব নীতি প্রয়োগের ক্ষেত্রে তারা অবিচল ও সমতা বজায় রাখেন।
এর আগে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের ২৬ লাখেরও বেশি ভিডিও সরিয়ে নেয় টিকটক।