বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদফতরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
জাহিদ মালেক বলেন, আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার ২০০ মানুষ বসবাস করছে। এটি বিশ্বে সর্বোচ্চ। এই বিশাল জনসংখ্যার জন্য আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মের ব্যবস্থা করতে হয়।
তিনি বলেন, প্রতিবছর ৩০ লাখ শিশুর জন্ম হচ্ছে। বছরে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে। সম্পদ ও জনসংখ্যার মধ্যে সামঞ্জস্য দরকার। তাহলেই আমরা কাঙ্ক্ষিত জনগোষ্ঠী উপহার দিতে পারব।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু।