রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এফিডেভিট আকারে আদালতকে জানাতে বলা হয়েছে।
মামলার আরেক আসামি আবুল কালামের আপিল শুনানির সময় হাইকোর্ট এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম নুরুল আলম।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, আসামি এস এম তারেক রহমান ও আবুল কালাম ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়ে টেলিটকের প্রি-পেইড সিমকে পোস্ট পেইডে কনভার্টের মাধ্যমে ১২.৮২ কোটি মিনিট যার মোট মূল্য .৭৬ টাকা হিসেবে ৯.৭৪ কোটি টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এ ঘটনায় কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান বাদী হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর গুলশান থানায় মামলা করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ ২০১৯ সালের ৬ মে আসামি এস এম তারেক রহমানকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩ কোটি জরিমানা করেন আদালত।