সাদ্দাম হোসেন ওরফে রিজভী

মঙ্গলবার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডিসি মোহাম্মদ তারেক বিন রশিদ এ তথ্য জানিছেন।

তিনি বলেন, এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিকে বেশ কিছুদিন ধরে অশ্লীল ছবি ও বিভিন্ন ধরনের আপত্তিকর ও কু-রুচিপূর্ণ কন্টেন্ট পাঠায় রিজভী। যার পরিপ্রেক্ষিতে তিনি বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। তার থেকে একটি মোবাইল ও ভুয়া নামে পাঁচটি ফেসবুক আইডি পাওয়া যায়। 

মোহাম্মদ তারেক আরো বলেন, রিজভী ভুয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি ভিডিও ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। যদি কেউ তার প্রস্তাবে রাজি হতেন তাহলে মেসেঞ্জারে আপত্তিকর লেখা-ছবি আদান-প্রদান করতো। পরে নেই চ্যাটিং ফাঁস করে দেওয়ার কথা বলে টাকা দাবি করতো। এভাবে তিনি শতাধিক ব্যাক্তির সঙ্গে ভুয়া আইডি দিয়ে আপত্তিকর চ্যাটিং করেছে ও বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।