লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপুরে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পরে উৎসবমুখর পরিবেশে পুনরায় আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি ও মোঃ রোকনুল ইসলাম লুলুকে সাধারণ সম্পাদক করে লালপুর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার ২৭ জুলাই সকাল সাড়ে ১১টায় লালপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহক আলীর পরিচালনায় অনুষ্ঠিত লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়ে দুপুর সাড়ে ৩টায় শেষ হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আকতার জাহান, সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, সাবেক এমপি আবুল কালাম আজাদ, নাটোর-১ আসনের সাংসদ মোঃ শহিদুল ইসলাম বকুল, মহিলা সাংসদ ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, সাবেক মহিলা সাংসদ শেফালী মমতাজ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসরুল আলম মিলন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম সেন্টু প্রমুখ।
বিকেল ৪ টায় শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে মোঃ আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি, আ. স.ম মাহামুদুল হককে সহ-সভাপতি, মোঃ রোকনুল ইসলাম লুলুকে সাধারণ সম্পাদক, ও মোঃ শামীম আহমেদ সাগরকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.