শনিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, অঙ্গরাজ্যের কমিশনার অব হেলথ মাঙ্কিপক্সকে ‘জনস্বাস্থ্যের জন্য আসন্ন হুমকি’ ঘোষণার একদিন পর গতকাল শুক্রবার রাতে হকুল এ ঘোষণা দেন।
গভর্নর বলেন, ‘মাঙ্কিপক্স সংক্রমণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এবং টিকাদান কার্যক্রমকে আরো বেগবান করতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’
শুক্রবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘মাঙ্কিপক্স প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য আমি রাজ্যে একটি দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করছি।’
আরো পড়ুন>>
হকুল আরো জানান, রাজ্যে মাঙ্কিপক্স অতিদ্রুত ছড়াচ্ছে। রাজ্যের বাসিন্দাদের শরীরে ফুসকুড়ি ও ক্ষত দেখা দিচ্ছে, যা মাঙ্কিপক্সে আক্রান্তের লক্ষণ।
নিউইয়র্কে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৭ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
এদিকে মাঙ্কিপক্স দ্রুত ছড়িয়ে পড়ায় নিউইয়র্কের পাশপাশি স্বাস্থ্য ক্ষেত্রে কঠোর অবস্থা ঘোষণা করেছে দেশটির আরেক অঙ্গরাজ্য সান ফ্রান্সিসকো। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত মোট ২৬১ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।