দর্পণ ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে নাটকীয়ভাবে হেরে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গ্যাবায় ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া থেমেছে ১৮০ রানে। শেষ ২ ওভারে অস্ট্রেলিয়া দরকার ছিল ১২ বলে ১৬ এবং হাতে ছিল ৫ উইকেট। শেষ ওভারে অজিদের জয়ের জন্য দরকার ছিল ১১ রান, হাতে ছিল ৪ উইকেট। মোহাম্মদ শামির করা সেই ওভারের প্রথম দুই বলে ৪ রান নিলেও পরের চার বলে অজিরা হারিয়েছে চার উইকেট। প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বোলিং করে ৪ রানে তিন উইকেট শিকার করেছেন শামি। শেষ ওভারের অপর উইকেটটি ছিল রানআউট। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। ১৮ বলে ৩৫ রান করেন ওপেনিংয়ে নামা মিচেল মার্শ। গ্লেন ম্যাক্সওয়ের ব্যাট থেকে এসেছে ২৩ রান।
এর আগে, লোকেশ রাহুলের ৫৭ ও সূর্যকুমারের ৫০ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান করে ভারত। অজিদের পক্ষে কেন রিচার্ডসন নেন ৪ উইকেট। চার ওভারে তার খরচ ৩০ রান। এছাড়া মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাশ্টন অ্যাগার নেন একটি করে উইকেট।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.