দর্পণ ডেস্ক : পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বৃহস্পতিবার ১০নং ডাউনিং স্ট্রিটের সামনে এক ব্ক্তব্যে এমনটা জানান তিনি। বিবিসি, রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ট্র্রাস জানান, নির্বাচনকালীন প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এ সময় তার অর্থনৈতিক পরিকল্পনা বাজারে অস্থিতিশীলতা তৈরিসহ কনজারভেটিভ পার্টির মধ্যে ফাটল ধরিয়েছে বলেও উল্লেখ করেন এই নেত্রী। তিনি বলেন, আমি স্বীকার করছি উদ্ভূত পরিস্থিতিতে আমি আমার নির্বাচনকালীন প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি। আমি মহামান্য রাজার কাছে বলতে চাই আমি কনজারভেটিভ পার্টির প্রধান থেকে পদত্যাগ করছি। আগামী সপ্তাহের মধ্যেই কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে বলে জানান লিজ ট্রাস।
লিজ ট্রাস যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে স্বল্পকালীন দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রী ছিলেন। মাত্র ৪৫ দিন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।