বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে জনস্বাস্থ্য পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি । আরো উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম খাতুন, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং বড়াইগ্রাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রেস কুদ্দুস মিয়াজি বনপাড়া, পৌর মেয়র কেএম জাকির হোসেন, পানিসম্পদ অধিদপ্তরের অফিসার আমির হামজা এবং জনস্বার্থ পরিকল্পনা অধিদপ্তরের অফিসার সৈকত ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী প্রমুখ।