দর্পণ ডেস্ক : দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নেন একাই লড়াই চালিয়ে যাওয়া লোরকান টাকার। তৃতীয় ওভারে উইকেটে নেমে খেললেন শেষ পর্যন্ত। তবে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় জয় পাওয়া হলো না আয়ারল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে আইরিশদের অজিরা ৪২ রানে হারালেও টাকারের ব্যাটে অস্বস্তিতে ছিল। এ জয়ে আসরটির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। আইরিশরা হারলেও তাদেরও সম্ভাবনা টিকে রয়েছে।
সোমবার ব্রিসবেনে গ্রুপ ওয়ানের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চের হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে টাকারের একার লড়াইতে ১৮.১ ওভারে ১৩৭ রানে থামে আয়ারল্যান্ড।
১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে মাত্র ২৫ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট খোয়ায় দলটি। তবে টাকার টি-টোয়েন্টি মেজাজেই ব্যাট চালিয়ে শেষ পর্যন্ত দলকে লড়াইয়ে রাখেন। কিন্তু ভালো সতীর্থের অভাবে দলকে জয় পাইয়ে দিতে পারেননি। এই ব্যাটার শেষ পর্যন্ত ৪৮ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও একটি ছক্কা হাঁকান। অজি বোলারদের মধ্যে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। ব্যরি ম্যাকার্থির বলে ব্যক্তিগত ৩ রানে মাঠ ছাড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে মিচেল মার্শের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এই দুজনকেও মাঠ ছাড়া করান ম্যাকার্থি।
আউট হওয়ার আগে অবশ্য দারুণ এক হাফসেঞ্চুরি করেন ফিঞ্চ। ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রান করেন এই ডানহাতি। ২২ বলে ২৮ রান করেন মার্শ। এছাড়া ২৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করেন মার্কাস স্টয়নিস। আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান ম্যাকার্থি। আর ২টি উইকেট দখল করেন জস লিটল।
এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে দুটি জয়, এক পরাজয় ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে নিউজিল্যান্ড। তিনে ইংল্যান্ড ও চারে আয়ারল্যান্ড।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.