দর্পণ ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলে সম্প্রতি সংস্কার করা একটি ঝুলন্ত সেতু ধসে এ পর্যন্ত ১৪১ জনের মর্মান্তিক প্রাণহানির পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি গ্রহণ করছেন। ডুবুরিরা মঙ্গলবার ঘটনাস্থল থেকে আরো মৃতদেহের সন্ধানে নিয়োজিত ছিল। রোববার মোদির নিজ রাজ্য গুজরাটের মরবিতে বিপর্যয়ের সম্ভাব্য কারণ নিয়েও প্রশ্ন উঠেছে। ১৫০ বছরের পুরোনো স্থাপনা ধসের এ ঘটনায় ৯ জনকে হত্যার অভিযোগে গ্রফতার করা হয়েছে। খবর এএফপি’র।
পথচারী চলাচলের সেতুটি দীপাবলির ছুটির শেষ দিনে লোকে ভরপুর ছিল। এ দুর্ঘটনায় নিহত ১৪১ জনের মধ্যে ৪৭ জন শিশু ছিল। সিসিটিভি ফুটেজের ভয়ংকর দৃেশ্য দেখা গেছে, লোকে লোকারণ্য জনপ্রিয় এই পর্যটন স্পটে হঠাৎ কেবল ছিঁড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুটি অন্ধকারে নদীতে ভেঙে পড়ে। কয়েকশ মানুষ নদীতে পড়ে যায়। অনেকে সেতুর বাঁকানো অবশেষ মরিয়া হয়ে আঁকড়ে ধরে অন্ধকারে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে।