smart

জামিরুল ইসলাম, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোফাজ্জল হোসেন ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বিকালে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার উপস্থিতিতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আব্দুর রহমান। ফলাফলে মোফাজ্জল হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৫০ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিনা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৯৮২ ভোট। আর এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২২৯। ৭২.২২ শতাংশ হারে ভোট পড়েছে ২ হাজার ৩৩২।
এ সময় মোফাজ্জল হোসেন বলেন, ভোটারদের প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি নির্বাচিত হয়েছি, আমি আমার প্রতিশ্রুতি মতো আমার ওয়ার্ডকে মাদক মুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।