দর্পণ ডেস্ক : বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)-এর ২০২২-২০২৪ মেয়াদের কমিটি গঠিত হয়েছে। বিএসপি’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রভাত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক প্রকাশক এমজি কিবরিয়া চৌধুরী সাধারণ সম্পাদক। ৫৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। পরিষদের অন্য সদস্যদের নাম নিম্নে দেয়া হলো-
সহ-সভাপতি : অধ্যাপক রফিক উল্লাহ সিকদার, দৈনিক আলোর বার্তা, ঢাকা; কামরুজ্জামান জিয়া, দৈনিক বঙ্গজননী, ঢাকা; মো. আতিকুর রহমান চৌধুরী, দৈনিক দর্পণ প্রতিদিন, ঢাকা; গোলাম মোস্তফা, দৈনিক আজকালের খবর, ঢাকা ও নীতিশ সাহা, দৈনিক শিরোনাম, কুমিল্লা।
যুগ্ম-সাধারণ সম্পাদক : শেখ মঞ্জুর বারী মঞ্জু; দৈনিক উন্নয়ন বার্তা, ঢাকা; চৌধুরী আতাউর রহমান, দৈনিক অরণ্যবার্তা, খাগড়াছড়ি; এবিএম সেলিম আহমেদ, ডেইলী ইভিনিং নিউজ, ঢাকা; জাহাঙ্গীর হোসেন মঞ্জু, দৈনিক শতকণ্ঠ, ঝালকাঠি; কাজী আনোয়ার কামাল, দৈনিক গ্রামীণ দর্পণ, নরসিংদী ও ফরিদ আহাম্মেদ বাঙালী, দৈনিক লাখো কণ্ঠ, ঢাকা।
কোষাধ্যক্ষ মফিজুর রহমান খান (বাবু), দৈনিক বাংলাদেশের আলো, ঢাকা। সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, দৈনিক আমার বার্তা, ঢাকা। সহ-সাংগঠনিক সম্পাদক আলামিনুল হক আলামিন, দৈনিক যায় যায় কাল, ঢাকা। দপ্তর ও কল্যাণ সম্পাদক মোরশেদ মজুমদার, দৈনিক আজকের পদ্মা, ঢাকা। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, দৈনিক গণমুক্তি, ঢাকা। প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক খান, দৈনিক বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।
নির্বাহী সদস্য : মো. শাহজালাল, দি ডেইলী ব্যানার, ঢাকা; দীপক কুমার আচার্য্য, দি সাউথ এশিয়ান টাইমস, ঢাকা; এম এ জলিল, দৈনিক আজকের জামালপুর, জামালপুর; অধ্যাপক আমজাদ হোসেন, দৈনিক গণমুখ, গাজীপুর; মোহাম্মদ আরেফিন, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ, মুন্সীগঞ্জ; টি এম শওকত আলী মোস্তফা, দৈনিক বর্তমান কথা, ঢাকা; এড. মনোয়ার হোসেন, দৈনিক বাংলার ডাক, ঢাকা; ওমর ফারুক জালাল, দি প্রেজেন্ট টাইম, ঢাকা; রুমাজ্জল হোসেন রুবেল, দৈনিক বাংলার নবকণ্ঠ, ঢাকা; এ কে এম এ মোস্তাক, দৈনিক সবুজ দেশ, ঢাকা; ড. খান আসাদুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচার, ঢাকা; মো. নজরুল ইসলাম, দৈনিক মুক্ত খবর, ঢাকা; আসিফ কবির, দৈনিক রাজপথের দাবী, খুলনা ; রবিউল ইসলাম রুবেল, দৈনিক আলোচিত কণ্ঠ, ঢাকা; মো. হাবিবুর রহমান চৌধুরী, দৈনিক নতুন ভোর, ঢাকা; মো. তাজুল ইসলাম, দৈনিক এশিয়া বাণী, ঢাকা; মোশাররফ হোসেন, দৈনিক আজকের খবর, ময়মনসিংহ; লাভলী আক্তার খাতুন, দি টাইমস অব বাংলাদেশ, ঢাকা; মোহাম্মদ আখলাকুল আম্বিয়া, দৈনিক স্বাধীন বাংলা, ঢাকা; নেজামুল হক, দৈনিক আজকের প্রভাত, ঢাকা; আহসান হাবিব, দৈনিক আমার দিন, ঢাকা; আবদুস সালাম, দৈনিক শুভদিন, ঢাকা; মো. হাবিবুর রহমান সরকার, দৈনিক অর্জন, রংপুর; এম এ এস ইমন, দৈনিক মেহেরপুর প্রতিদিন, মেহেরপুর; জাকির হোসেন ভুইয়া আজাদ, দৈনিক লক্ষীপুর বার্তা, লক্ষ¥ীপুর; মো. রোকনুজ্জামান রোকন, দৈনিক চাঁদপুর জমিন, চাঁদপুর; নুরুন নাহার রীতা, দৈনিক নবজীবন, ঢাকা; ইমরান হোসেন মাসুম, দৈনিক চাপাই দৃষ্টি, রাজশাহী; মো. ফখরুল ইসলাম, দৈনিক সংবাদ মোহনা, ঢাকা; আব্দুল হাই, দৈনিক আজকের চট্টগ্রাম, চট্টগ্রাম; সদরুল আলম চৌধুরী নাদেল, দৈনিক উত্তর পূর্ব, সিলেট; শামীম আহসান, দৈনিক খোয়াই, হবিগঞ্জ; আনোয়ার হোসেন আকাশ, দৈনিক স্বাধীন সংবাদ, ঢাকা এবং এসএম আবু সাইদ, দৈনিক আজকের সংবাদ, ঢাকা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.